ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
  2019-02-28 19:25:28  cri
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। সকাল ৮টায় শুরু হয়ে একটানা ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত।

রাতের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন ঢাকা উত্তর সিটি নতুন মেয়র। আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও জাতীয় পার্টির শাফিন আহমেদসহ ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। একইসঙ্গে ভোট হয়েছে নতুন যুক্ত হওয়া ঢাকা দক্ষিণ ও উত্তরের ৩৬টি ওয়ার্ডে।

সকালে বৃষ্টি এবং বৈরি আবহাওয়া এবং বিএনপিসহ কয়েকটি দলের ভোটবর্জনের কারণে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। এতে নির্বাচন কমিশনের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন সিইসি কে এম নুরুল হুদা। বলেন, এ দায় রাজনৈতিক দল ও প্রার্থীদের। নির্বাচনে তাদের কোনো ত্রুটি নেই দাবি করে সিইসি বলেন, কম ভোটার উপস্থিতির কারণে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারনা সৃষ্টি হবে না।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040