পরিবেশবান্ধব চেতনা উন্নত করে সবুজ 'এক অঞ্চল, এক পথ' নির্মাণের আহ্বান শ্রীলংকায় চীনা রাষ্ট্রদূতের
  2019-02-28 16:55:42  cri
ফেব্রুয়ারি ২৮: পরিবেশবান্ধব চেতনা উন্নত করে সবুজ 'এক অঞ্চল, এক পথ' নির্মাণের আহ্বান জানিয়েছেন শ্রীলংকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছেং ইউয়ে ইউয়ান। গতকাল (বুধবার) কলম্বোয় আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ লিগ এবং চীনের পরিবেশ ও উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা কমিশনের সদস্যদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন রাষ্ট্রদূত।

ছেং ইউয়ে ইউয়ান বলেন, চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বিশ্বের জন্য উন্মুক্ত। এটি একটি উন্মুক্ত ও অভিন্ন কল্যাণকর প্রস্তাব। উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল শ্রীলংকায় কাজের সুযোগে চীন ও শ্রীলংকার শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা জোরদার করবে, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক বৈচিত্র্যসহ নানা ক্ষেত্রে মান উন্নত করবে বলে আশা প্রকাশ করেন ছেং ইউয়ে ইউয়ান।

বিশেষজ্ঞ দল জানায়, সাম্প্রতিক দিনগুলোতে তারা শ্রীলংকা সরকার, বিভিন্ন বাণিজ্যিক কমিটি, এনজিও ও প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করেছে। জটিল পর্যালোচনার পর তারা মনে করে, বর্তমানে শ্রীলংকায় 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট প্রকল্পে পরিবেশবান্ধব ব্যবস্থা জোরদার হয়েছে। চীন ও শ্রীলংকা সবুজ 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040