চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
  2019-02-27 19:00:33  cri

ফেব্রুয়ারি ২৭: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বুধবার) চ্যচিয়াং প্রদেশের উচেন সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন। চীন-রাশিয়া-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে চীন সফর করছেন সুষমা স্বরাজ।

ওয়াং ই বলেন, গত বছর প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উহান শহরে অনানুষ্ঠানিক বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি স্থিতিশীল ও পরিণত পর্যায়ে এগিয়ে নেন। চলতি বছর দু'পক্ষের উচিত্ দুই নেতার গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করা এবং আগামী বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠান ভালোভাবে আয়োজন করা। বর্তামানে দক্ষিণ এশিয়ার উত্তেজনাময় পরিস্থিতি নিয়ে চীন উদ্বিগ্ন এবং পাকিস্তান ও ভারত সংযম বজায় রেখে আলোচনার মাধ্যমে প্রকৃত ঘটনার তদন্ত করবে বলে আশা করে চীন।

স্বরাজ বলেন, দু'পক্ষের উচিত্ যৌথভাবে সীমান্তের শান্তি রক্ষা করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া। ভারত দায়িত্বশীল ও সংযত মনোভাব নিয়ে সংশ্লিষ্ট সমস্যা সমাধান করবে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040