কাঠমান্ডুতে 'এক অঞ্চল, এক পথ' অবলম্বন করে এগিয়ে যাচ্ছে নেপাল—শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত
  2019-02-27 15:21:24  cri
ফেব্রুয়ারি ২৭: 'এক অঞ্চল, এক পথ' অবলম্বন করে এগিয়ে যাচ্ছে নেপাল—শীর্ষক আন্তর্জাতিক আলোচনাসভা গতকাল (মঙ্গলবার) রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে। নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী পুশ্প কামাল দাহাল আলোচনাসভার সাফল্য কামনা করেন। নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হৌ ইয়ান ছি চীন-নেপাল সহযোগিতা নিয়ে মূল ভাষণ দেন।

ভাষণে হৌ ইয়ান ছি বলেন, চীন সরকার নেপালি জনগণের বাস্তব চাহিদা মেটাতে দেশটিতে 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট সহযোগিতা জোরদার করেছে। দু'দেশের সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় নেপালে অবকাঠামো নির্মাণ খাতে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে; যা নেপালের জনগণের জীবনযাত্রা উন্নয়নে সহায়ক হয়েছে।

তিনি আরও বলেন, 'এক অঞ্চল, এক পথ'সংশ্লিষ্ট নির্মাণকাজ 'যৌথ আলোচনা, যৌথ প্রতিষ্ঠা এবং সমন্বিত অর্জন' নীতির ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে অব্যাহত রয়েছে। উন্মুক্ত ও স্বচ্ছতার সঙ্গে বাজারের নিয়মকানুন অনুসরণ করেই তা করা হয়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040