নেপালের বিনিয়োগ শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে; আরও বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাগত জানিয়েছে দেশটি
  2019-02-26 18:38:52  cri
ফেব্রুয়ারি ২৬: আগামী ২৯ ও ৩০ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে 'বিনিয়োগ শীর্ষসম্মেলন ২০১৯' অনুষ্ঠিত হবে। সম্মেলনে আরও বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তির অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে নেপাল সরকার। গতকাল (সোমবার) চীনে নেপালি দূতাবাসে অনুষ্ঠিত নেপালের বিনিয়োগ শীর্ষসম্মেলন-সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য দেওয়া হয়। শতাধিক চীনা শিল্পপ্রতিষ্ঠান, প্রতিনিধি ও ব্যক্তিগত বিনিয়োগকারী এই প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।

চীনে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত লিলা মানি পাউডয়াল তার ভাষণে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-নেপাল দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে দু'দেশের মধ্যে সহযোগিতার আরও সম্ভাবনা রয়েছে। চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো নেপালে বিনিয়োগের এ সুযোগ কাজে লাগাবে বলে আশা করেন রাষ্ট্রদূত।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040