প্রসঙ্গ: 'চীনের আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা কার্যকরভাবে নিয়ন্ত্রিত'
  2019-02-26 14:18:44  cri
চীনের ব্যাংক ও বীমা তত্ত্বাবধান ও পরিচালনা কমিশনের ভাইস চেয়ারম্যান ওয়াং চাও সিং গতকাল (সোমবার) বেইজিংয়ে বলেছেন, দু'বছরের প্রচেষ্টার পর চীনের আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে কার্যকরভাবে রক্ষা করা হয়েছে। চীনের আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণিত হচ্ছে। তিনি আরো জানিয়েছেন, সংশ্লিষ্ট বিভাগ অর্থ ক্ষেত্রের উন্মুক্তকরণের নতুন ব্যবস্থা নিয়ে গবেষণা করছে।

আর্থিক ঝুঁকি প্রতিরোধ এবং সমাধান হল সাম্প্রতিক বছরগুলোতে চীনের আর্থিক নীতি ক্ষেত্রের 'হট শব্দ'। সোমবার চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালযের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওয়াং চাও সিং জানান, গত দু'বছরে চীন যথাক্রমে শতাধিক তত্ত্বাবধান নিয়ম ও আইন সংশোধন এবং প্রণয়ন করেছে। এর সঙ্গে সঙ্গে এক লাখেরও বেশি ব্যাংক ও বীমা সংস্থার যাচাই করেছে, এতে প্রায় ৬ হাজারটি সংস্থা আইন ও নিয়মবীধি লঙ্ঘনের কারণে শাস্তি পেয়েছে। চীনের আর্থিক ঝুঁকি কার্যকরভাবে নিয়ন্ত্রিত হয়েছে। ওয়াং চাও সিং বলেন,

গত দু'বছরের প্রচেষ্টায় বিভিন্ন আর্থিক বিশৃঙ্খলা কার্যকরভাবে নিয়ন্ত্রিত হয়েছে। বিভিন্ন আইন লঙ্ঘন ও অবৈধ আর্থিক কার্যক্রম পরিচালনা বন্ধ করা হয়েছে। দেশের আর্থিক ঝুঁকি মোটামুটি নিয়ন্ত্রিত হয়েছে। আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা হয়েছে।

পরবর্তী পরিকল্পনা সম্বন্ধে ওয়াং চাও সিং বলেন, চীন অব্যাহতভাবে ব্যাংকিং সংস্থার অলস পুঁজি, আঞ্চলিক সরকারের ঋণ মোকাবিলা করা এবং বাইরের ঝুঁকি মোকাবিলার সামার্থ্য জোরদারের জন্য চেষ্টা করবে। তিনি বলেন,

আন্তর্জাতিক আর্থিক বাজারের অস্থিরতা, যেমন কিছু প্রধান দেশের মুদ্রা নীতি এবং মুদ্রা বিনিময় হারের পরিবর্তন, তা পুঁজির বরাদ্দ এবং মুদ্রা বিনিময় হারের পরিবর্তনের ওপর প্রভাব ফেলতে পারে। তা অবশ্যই আর্থিক বাজারের স্থিতিশীলতার ওপর প্রভাবও ফেলবে। তাই আমাদের উচিত বাইরের ঝুঁকি মোকাবিরার জন্য প্রস্তুতি নেয়া, এসব ঝুঁকির ওপর নজর রাখা, অবৈধ আর্থিক কার্যক্রমের শাস্তি জোরদার করা।

বর্তমানে ঝুঁকি মোকাবিলার সঙ্গে সঙ্গে চীন উন্মুক্তকরণের মাধ্যমে আর্থিক বাজারকে আরো প্রাণচঞ্চল করছে, চীনের আর্থিক ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী শক্তি জোরদার করছে। এর আগে চীন যথাক্রমে আর্থিক ক্ষেত্রের উন্মুক্তকরণের ১৫টি ব্যবস্থা প্রকাশ করেছে, ওয়াং চাও সিং জানান, এসব ব্যবস্থা বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন,

বর্তমানে এই ১৫টি উন্মুক্তকরণের ব্যবস্থা বাস্তবায়িত হচ্ছে। এর সঙ্গে সঙ্গে বৈদেশিক পুঁজি সংস্থা চীনের বাজারে প্রবেশের জন্য যে আবেদন জানিয়েছে, আমরা সক্রিয়ভাবে এর জবাব দিয়েছি, তাদের আবেদনের অনুমোদনও দিয়েছি। বলা যায়, আগামী কয়েক বছরে চীনের বীমা শিল্প আরো উন্মুক্ত হবে, আরো বেশি বৈদেশিক পুঁজি এবং বৈদেশিক বীমা কোম্পানি চীনের বীমা বাজারে যোগ দেবে। তারা শেয়ার হোল্ডিংয়ের মাধ্যমে বীমা কোম্পানির পরিচালনায় যোগ দিতে পারবে। চীনের বীমা শিল্প উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে চীনের বীমা এজেন্সিও বৈদেশিক পুঁজির জন্য উন্মুক্ত হবে।

উপরোক্ত ১৫টি উন্মুক্তকরণ ব্যবস্থা ছাড়া চীন নতুন উন্মুক্তকরণের ব্যবস্থা নিয়ে গবেষণা করছে। জানা গেছে, এসব ব্যবস্থার মধ্যে রয়েছে বৈদেশিক ব্যাংক ও বীমা সংস্থার চীনা বাজারে প্রবেশের সংশ্লিষ্ট বিস্তারিত বিষয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040