ভালবাসা দিবসের প্রাক্কালে চীনের কেন্দ্রীয় ব্যালে দলের নৃত্যনাট্য "দ্য রেড ল্যান্টার্নস"-এর মঞ্চায়নশেষে কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস-এ দীর্ঘসময় ধরে দর্শকশ্রোতারা করতালি বাজিয়ে ও চিত্কার করে ব্যালে দলকে অভিনন্দিত করেন। শো দেখার পর অনেক দর্শক সাংবাদিকদের কাছে নৃত্যনাট্যের প্রশংসা করেন।
নারী দর্শক: "আজ আমরা দেখেছি কিভাবে চীনা শিল্পীরা পশ্চিমা ব্যালে নাচ করেন। এটি অত্যন্ত আকর্ষণীয় ছিল। এই প্রথমবার আমি চীনা ব্যালে দেখেছি। আমি অবশ্যই আবার দেখতে চাইব।"
পুরুষ দর্শক: "তিনজন প্রধান অভিনেতার পারফরম্যান্স খুব ভাল ছিল। সহায়ক অভিনেতাদের মধ্যে একজনের আকৃতি নিখুঁত। এটি একটি নিখুঁত পারফমেন্স বলে ধরা যেতে পারে।"
নারী দর্শক: "আলো ঝলমলে, সুন্দর অভিনয়, সুন্দর সঙ্গীত।"
নারী দর্শক: একটি ব্যালে দলের পারফরমেন্স মূল্যায়ণ করতে হয় সার্বিকভাবে গোটা দলের সবার পারফরমেন্স বিবেচনায় রেখে। সে হিসেবে এই দলটি প্রথম শ্রেণির।"
ব্যালে "দ্য রেড ল্যান্টার্নস" ২০ শতকের প্রথমার্ধে রচিত একটি নৃত্যনাট্য। এতে যৌথ পরিবারের প্রেম ও ঘৃণার গল্প বলা হয়েছে। নৃত্যনাট্যটি চীনের পিকিং অপেরা, লোকসঙ্গীত এবং ওয়েস্টার্ন ব্যালের সমন্বয়ে নির্মিত। নাটকে ব্যবহৃত পোশাক ও অন্যান্য উপকরণ চীনা বৈশিষ্ট্যসম্পন্ন।
নৃত্যনাট্যটি পরিবেশনার ক্ষেত্রে মার্কিন পক্ষের ভারপ্রাপ্ত দায়িত্বশীল ব্যক্তি বলেন, আমেরিকার নাগরিকজীবনে চীনের বসন্ত উত্সবসহ বিভিন্ন সংস্কৃতি প্রভাব ফেলছে। তিনি বলেন,
"প্রামাণিক চীনা ঐতিহ্য এবং চীনা সংস্কৃতি আমেরিকান দর্শকরা দেখতে চায়। এই ব্যালে তাদের প্রত্যাশা পূরণ করেছে। চীনা সংস্কৃতির ব্যাপারে আমেরিকানদের খুব আগ্রহ। এখন থেকে আরো বেশি আমেরিকান চীনা নববর্ষ উদযাপন শুরু করবে।"
কেন্দ্রীয় ব্যালে দলের প্রধান, "রেড ল্যান্টার্ন হাই হ্যাং"-এর শিল্প-পরিচালক ফেং ইং বলেন, নৃত্যনাট্যের সঙ্গীত উপস্থাপনায় ছিলেন চীনা ও আমেরিকান শিল্পীরা। দর্শকদের কাছে এটি একটি নতুন অভিজ্ঞতা। তিনি বলেন,
"এবারের পার্ফমেন্সের আরেকটি হাইলাইট হলো আমরা স্থানীয় সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে সহযোগিতা করেছি। সঙ্গীত উপস্থাপনায় আমাদের পাশে ন্যাশনাল পিকিং অপেরা থিয়েটারের শিল্পী এবং চীনা অপেরা ও নৃত্য থিয়েটারের লোক অর্কেস্ট্রা আছে। যুক্তরাষ্ট্র থেকে স্থানীয় সিম্ফনি অর্কেস্ট্রা আমাদের পার্ফমেন্সে যোগ দেয়।"
যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত ছুয়েই থিয়েন খাই, দ্য কেনেডি পারফর্মিং আর্টস সেন্টারের প্রেসিডেন্ট ডেবোরা রটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দেন। কেন্দ্রীয় ব্যালে দল ছাড়া, স্প্রিং ফেস্টিভালের সময়, কেন্দ্রীয় চীনা অর্কেস্ট্রা, কুয়াংতুং আর্ট ট্রুপ এবং চীনের অন্যান্য শিল্প গোষ্ঠী স্থানীয় নাটক, অ্যাক্রোব্যাটিকস এবং ক্যান্টোনিজ অপেরা উপস্থাপন করে ওয়াশিংটনের দর্শক-শ্রোতাদের সামনে।