কর্ণফুলী নদীর টানেল নির্মাণ প্রকল্পের খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2019-02-25 10:49:06  cri

ফেব্রুয়ারি ২৫: গতকাল (রোববার) বাংলাদেশের চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের খনন কার্যক্রমের উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং চীনা রাষ্ট্রদূত জাং জুও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ২০১৬ সালের ১৪ অক্টোবর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এ প্রকল্পের উদ্বোধনী ও ঋণ চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ প্রকল্প শুধু শিল্প উন্নয়ন নয়, পর্যটন এবং নিকটবর্তী বাণিজ্য উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রেও অনুকূল হবে। এ প্রকল্প স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।

চীনা রাষ্ট্রদূত জাং জুও বলেন, খননযন্ত্র উদ্বোধন এ প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এ প্রকল্প বাংলাদেশের প্রথম নদীর নিচে সুড়ঙ্গ প্রকল্প। শিল্ড মেশিনটি চীনের নিজস্ব গবেষণায় বিদেশে রপ্তানি প্রথম নমুনা। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের নদীর নিচে সুড়ঙ্গবিষয়ক প্রকৌশলীদের অভিজ্ঞতা হবে। তা দু'দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত আদানপ্রদানের একটি দৃষ্টান্ত হবে।

কর্ণফুলী নদী সুড়ঙ্গের দৈর্ঘ্য ৯২৯৩ মিটার। তা হলো 'বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার' অর্থনৈতিক করিডারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

(স্বর্ণা/টুটুল)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040