বাংলাদেশে বিমান ছিনতাইয়ের চেষ্টা; সন্দেহভাজন নিহত
  2019-02-25 10:16:22  cri

ফেব্রুয়ারি ২৫: বাংলাদেশ সামরিক পক্ষ গতকাল (রোববার) জানায়, বাংলাদেশ বিমানের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টায় চট্টগ্রামে অবতরণ করতে বাধ্য হয়। বিমানের সব যাত্রী নিরাপদ। যৌথবাহিনীর গুলিতে সন্দেহভাজন নিহত হয়।

স্থানীয় সময় বিকেল পাঁচটা ৪০ মিনিটে একটি বিমান ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিলো। ঘটনার সময় চট্টগ্রামে অবতরণের পর ১৪২জন যাত্রী প্রথমে সরিয়ে নেওয়া হয়। ছিনতাইয়ের চেষ্টাকারী সন্দেহভাজন ব্যক্তি এবং ৭জন বিমান ক্রু তখন বিমানে ছিলেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী বিমানটি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তির নাম মাহাদি, বয়স ২৫ বছর। তার কাছে একটি পিস্তল ছিলো।

বাংলাদেশের বেসামরিক বিমান ব্যুরোর দায়িত্বশীল ব্যক্তি জানান, সন্দেহভাজনের মানসিক সমস্যা ছিলো। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করার পর তিনি মারা যান।

তিনি কেন বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তা এখনো জানা যায় নি। (স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040