ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2019-02-22 16:52:51  cri
ফেব্রুয়ারি ২২: বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত চাং চুও গত মঙ্গলবার ঢাকায় দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে রাষ্ট্রদূত চাং বলেন, চীন ও বাংলাদেশের অর্থনীতি, প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন ও সহযোগিতার ক্ষেত্র বিশাল। চীন ও বাংলাদেশ হচ্ছে কৌশলগত সহযোগী। ভবিষ্যতে জ্বালানি, বিদ্যুত্, সামুদ্রিক অর্থনীতি, জৈব ও প্রযুক্তি, টেলিযোগাযোগ, ডিজিটাল অর্থনীতি ও পানীয় নিরাপত্তাসহ বিভিন্ন খাতে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

ওসমান বলেন, চীন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু। দু'দেশের সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় বাংলাদেশ সরকার। জ্বালানি ও বিদ্যুত্সহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সুষ্ঠু সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে আরও বেশি সহযোগিতা চলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040