ওয়াশিংটনে 'মধ্য-প্রাচ্য কৌশলগত জোট' গড়ে তোলা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
  2019-02-22 16:52:12  cri
ফেব্রুয়ারি ২২: গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা 'মধ্য-প্রাচ্য কৌশলগত জোট' গড়ে তোলা নিয়ে আলোচনা করেন। এদিন যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, এই জোটে সরকার ও বিভিন্ন বিভাগের ব্যাপক অংশগ্রহণ দরকার। এর লক্ষ্য হচ্ছে রাজনীতি, অর্থনীতি, জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রের বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধিকে এগিয়ে নেয়া।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040