ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭৮ আহত অর্ধশতাধিক
  2019-02-21 18:29:01  cri
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিকট বিস্ফোরণের পর চকবাজারের একটি ভবনে আগুন লাগলে তা দ্রুত আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাতভর চেষ্টার পর ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতি ঘটে যায়।

মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যাওয়া হয়। কিছু মরদেহ পুড়ে এমন বিকৃত হয়ে গেছে যে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। এ জন্য প্রয়োজন হবে ডিএনএ টেস্ট। ঢাকা মেডেকেলের বার্ন ইউনিটে ভর্তি ৯ জনের অবস্থাও আশঙ্কাজনক। মানুষ পোড়া গন্ধ আর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে ঢাকা মেডিকেলের বাতাস।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডে যানমালের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মেডিকেলে গিয়ে সরকারের তরফ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা সহায়তা দেয়ার কথা জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। সেই সঙ্গে আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040