সুরের ধারায়--সুপার ভোকাল
  2019-02-21 16:55:13  cri



বন্ধুরা, যে গানটি আমরা শুনলাম তা গেয়েছেন চীনা গায়ক লিয়াও চিয়া লিন, ওয়াং খাই ও থোং চৌ। গানটি কেমন লাগলো আপনাদের?

সংগীতের ধরন বৈচিত্র্যময়। অপেরা, মিউজিক্যাল ও বেল ক্যান্টো সাধারণত 'মার্জিত শিল্পকলা' হিসেবে বিবেচিত। সাধারণ লোকের কাছে হয়তো বেল ক্যান্টো বা অপেরা উপভোগ করা খুব সহজ ব্যাপার নয়। এ জন্য এসব ধরনের সংগীত কম পরিচিত। কিন্তু তার মানে অপেরা, মিউজিক‍্যাল ও বেল ক্যান্টো সুন্দর নয়—তা কিন্তু নয়, বরং তা হয়তো শুধু এমন সংগীত ও শিল্পকলা উপভোগের উপায়ের অভাব।

সম্প্রতি চীনের টিভি শো 'সুপার ভোকাল' অপেরা, মিউজিক্যাল ও বেল ক্যান্টোকে কেন্দ্র করে আরো সহজ ও জনপ্রিয় উপায়ে ক্লাসিক সংগীতের সৌন্দর্য প্রকাশ করে। অনুষ্ঠানটি চীনা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং উষ্ণ আলোচনা সৃষ্টি করেছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে টিভি শো 'সুপার ভোকালে' অংশগ্রহণকারীদের কিছু সুন্দর গান শুনবো। তাদের গানে অপেরা, মিউজিক্যাল, বেল ক্যান্টো ও ক্লাসিক সংগীতের সৌন্দর্য উপভোগ করবো।

রোমিও অ্যান্ড জুলিয়েট মিউজিক্যালের মধ্যে অনেক ক্লাসিক গান আছে। বন্ধুরা, এখন উপভোগ করুন ফ্রান্সের মিউজিক্যাল 'রোমিও অ্যান্ড জুলিয়েট'-র একটি ক্লাসিক ও জনপ্রিয় গান 'Les rois du monde' । 'সুপার ভোকালের' গায়ক ইয়ু তি, হোং চি কুয়াং ও আ ইয়ুন গা এই ক্লাসিক গানের মধ্যে পপ সংগীতের উপাদান যুক্ত করেছেন। বন্ধুরা, চলুন, এখন গানটি শুনি।

চীনের হু নান টিভি স্টেশন এই 'সুপার ভোকাল' অনুষ্ঠানটি আয়োজন করে। অপেরা, মিউজিক্যাল ও বেল ক্যান্টো সম্পর্কিত ৩৬ জন পেশাদার গায়ক ও অভিনেতা অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেয়। তারা ক্লাসিক সংগীত ও পপ সংগীত মিলিয়ে এককভাবে, দ্বৈতভাবে এবং তিনজন বা চারজন মিলে নতুনভাবে অপেরা, মিউজিক্যাল ও বেল ক্যান্টো পরিবেশন করে। অবশেষে ৩৬ জন অংশগ্রহণকারীর মধ্যে ৬জন প্রধান গায়ক বেছে নেয়া হয়। অনুষ্ঠানে তারা ক্লাসিক সংগীত অবলম্বনে বেল ক্যান্টোর উপায়ে পপ সংগীত পরিবেশন করে।

বন্ধুরা, এখন শুনুন মা চিয়া ও ছাই ছেং ইয়ু'র গাওয়া গান 'Grande amore'। এটি ইতালির জনপ্রিয় অপেরা সংগীত দল II Volo'র জনপ্রিয় একটি গান। এই গানটিতে প্রিয় মানুষের প্রতি তীব্র ভালোবাসা প্রকাশিত হয়। বন্ধুরা, চলুন এখন গানটি শোনা যাক।

এখন যে গানটি শুনবো তার নাম 'কবির ভ্রমণ', গেয়েছেন চেং ইয়ুন লোং ও লিয়াও চিয়া লিন। গানটি চীনের মিউজিক্যাল 'প্রজাপতি'র একটি গান। মিউজিক্যালটি চীনের বিখ্যাত প্রাচীনকালের প্রেমকাহিনী 'লিয়াং শান পো ও চু ইং থাই' অনুসারে রচনা করা হয়। কাহিনীটি 'রোমিও অ্যান্ড জুলিয়েটের' মতোই। গানে বলা হয় বিস্ময়কর কবি লিয়াং শান পো প্রিয় মানুষকে দেখতে একা দীর্ঘ ভ্রমণে যান। বন্ধুরা, আপনারা গল্পটি না জানলেও গায়কের শক্তিশালী ও আবেগপূর্ণ কণ্ঠে প্রধান চরিত্রের তীব্র ভালোবাসা ও ভ্রমণের অসাধারণ দৃশ্য অনুভব করতে পারবেন। চলুন তাহলে শোনা যাক 'কবির ভ্রমণ' গানটি।

'সুপার ভোকাল' ও সাধারণ সংগীত প্রতিযোগিতার মধ্যে পার্থক্য হলো এতে প্রতিযোগিতা করলেও কোনো প্রতিযোগীকে বাদ দেওয়া হবে না। তারা শুধু শেষের ৬টি প্রধান স্থানের জন্য প্রতিযোগিতা করবে। অনুষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য ৬ জন প্রধান গায়ক বেছে নেওয়া তা নয়, বরং ৩৬ জন গায়কের পরিবেশনার মাধ্যমে ক্লাসিক সংগীতের প্রতি লোকজনের সমঝোতা বাড়ানো, যেন সাধারণ লোক আরো বেশি করে অপেরা, মিউজিক্যাল ও বেল ক্যান্টো জানতে পারেন।

বন্ধুরা, এখন শুনুন ইয়ু তি ও হং চি কুয়াং'র গাওয়া গান 'জন্মস্থানের মেঘ'। এ গানটি চীনের খুব জনপ্রিয় একটি পপ গান। দু'জন গায়ক বেল ক্যান্টোর উপায়ে নতুনভাবে গানটি পরিবেশন করেন। আশা করি এ গানটি আপনাদের মধ্যে নতুন অনুভূতি তৈরি করবে। 

বন্ধুরা, এবার আমরা শুনবো তিং হুই, লি ছি, কাও ইয়াং এবং লু ইয়ু পেং'র গাওয়া গান 'প্রেমের ঋতু'। চারজন শিল্পী নতুনভাবে মার্কিন এই ক্লাসিক জ্যাজ সঙ্গীত পরিবেশন করেন। সহজ সুরে ও সুন্দর কন্ঠে তারা ভালোবাসার অর্থ প্রকাশ করেছেন। বন্ধুরা, চলুন, এখন গানটি শুনি।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে 'সুপার ভোকালের' ৩৬ জন গায়কের একসঙ্গে গাওয়া অনুষ্ঠানের থিম সং 'হার্ট অফ লাইট' শুনবো। আশা করি আজকের অনুষ্ঠান শুনে ক্লাসিক সংগীতের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে এবং মিউজিক্যাল ও বেল ক্যান্টো পছন্দ করা শুরু করবেন।

 (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040