চীন-আসিয়ান গণমাধ্যম যোগাযোগসভায় প্রেসিডেন্ট সি'র অভিনন্দনবার্তা
  2019-02-21 10:48:28  cri
ফেব্রুয়ারি ২১: ২০১৯ সালের চীন-আসিয়ান গণমাধ্যম যোগাযোগসভার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এ উপলক্ষ্যে একটি অভিনন্দনবার্তা পাঠান।

বার্তায় তিনি বলেন, চীনের সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর মৈত্রী সুদীর্ঘকালের। সাম্প্রতিক বছরগুলোয় দু'পক্ষের মধ্যে কৌশলগত যোগাযোগ আরও জোরদার হয়েছে। দু'পক্ষ বর্তমানে একযোগে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন করছে, পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় জোরদার করছে, যথাযথভাবে মতভেদ মোকাবিলা করছে এবং যৌথভাবে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করে চলেছে। বস্তুত, চীন-আসিয়ান সম্পর্ক এক নতুন পর্যায়ে উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, বার্ষিক চীন-আসিয়ান গণমাধ্যম যোগাযোগসভা দু'পক্ষের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করার গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। তিনি আশা করেন, অংশগ্রহণকারী গণমাধ্যমগুলো চীন-আসিয়ান অভিন্ন উন্নয়নের গল্প ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040