বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছে চীনা মুদ্রা রেনমিনপি'র লেনদেন কেন্দ্র, এতে বেশ লাভবান ব্রিটেন
  2019-02-20 18:51:56  cri
ফেব্রুয়ারি ২০: গত বছরের শেষার্ধের পর চীনা অর্থনৈতিক প্রবৃদ্ধির চাপ বাড়ানো এবং চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আলোচনার বিভিন্ন অস্থিতিশীলতার প্রেক্ষাপটে বিদেশে চীনা মুদ্রা রেনমিনপি'র লেনদেন কেন্দ্র বেশ জনপ্রিয় হয়ে ওঠে, এতে বেশ লাভবান হয় ব্রিটেন।

ব্রিটেনের এক ব্যাংকের পরিসংখ্যানে বলা হয়, গত অক্টোবরে রেনমিনপি'র দৈনিক মাথাপিছু বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্য দিয়ে চীনকে ছাড়া বিশ্বে রেনমিনপি'র লেনদেনে ব্রিটেনের বৃহত্তম অবস্থান তুলে ধরা হয়।

২০১২ সালে লন্ডন আর্থিক শহরে লন্ডনের রেনমিনপি'র লেনদেন উন্নয়ন পরিকল্পনা কাজে লাগানো হয়। একই সময় সিঙ্গাপুর, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট ও লুক্সেমবার্গসহ বিভিন্ন স্থানে রেনমিনপি'র লেনদেন কেন্দ্র নির্মাণ করা হয়েছিল।

এক পরিসংখ্যানে বলা হয়, গত ডিসেম্বরে বিশ্বে ৩৬ শতাংশেরও বেশি রেনমিনপি'র লেনদেন ব্যবসা ব্রিটেনে বিনিময় হয়। এতে ফ্রান্স ও সিঙ্গাপুর উভয়েই ৬ শতাংশের মধ্যে হয়। লন্ডনে রেনমিনপি'র ব্যবসা এতো জনপ্রিয় হয়ে ওঠার এক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ব্রিটেন ও চীনের আর্থ-বাণিজ্যিক বিনিময়ে ব্যাপকভাবে রেনমিনপিকে নিষ্পত্তির উপায় হিসেবে দেখানো। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040