প্রেসিডেন্ট সি'র নির্দেশনা অনুসারে গ্রামীণ অর্থনীতির সংস্কার করে সুফল পাচ্ছে আনহুই প্রদেশ
  2019-02-20 11:12:24  cri

ফেব্রুয়ারি ২০: প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্দেশনা অনুসারে, গ্রামীণ অর্থনীতিতে সংস্কার কার্যক্রম চালু করে সুফল পাচ্ছে আনহুই প্রদেশ; উপকৃত হচ্ছে গ্রামের মানুষ। সম্প্রতি আনহুই প্রদেশের ফং ইয়াং কাউন্টির সিয়াও কাং গ্রামের বাসিন্দাদের সবাই বোনাস পেয়েছেন। চার সহস্রাধিক গ্রামবাসীর সবাই মাথাপিছু বোনাস পেয়েছেন ৫২০ ইউয়ান করে। সংস্কারের কারণে গ্রামের কালেক্টিভ অর্থনীতি উন্নত হচ্ছে।

 

সিয়াও কাং গ্রা

মের পার্টি-সম্পাদক লি চিন চু জানান, সাম্প্রতিক বছরগুলোতে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিন্তাধারা অনুসারে, সিয়াও কাং গ্রামে সংস্কারের মাধ্যমে কালেক্টিভ অর্থনীতির উন্নয়ন ঘটানো হয়। এতে গ্রামবাসী উপকৃত হচ্ছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ মার্চ দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় সম্মেলন চলাকালে চীনের প্রেসিটেন্ট সি চিন পিং আনহুই প্রদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বলেছিলেন, বিভিন্ন স্তরের পার্টি-নেতৃবৃন্দকে সুশৃঙ্খল ও কঠোর পরিশ্রমী হতে হবে। তিনি গ্রামীণ অর্থনীতির সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন।(আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040