প্রেসিডেন্ট সি'র নির্দেশনায় দেশকে বিশ্বের সামনে তুলে ধরার কাজ করছে চীনের গণমাধ্যম
  2019-02-20 11:11:23  cri
ফেব্রুয়ারি ২০: প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্দেশনা অনুসারে, বিশ্বের সামনে উন্নয়নশীল চীনকে সঠিকভাবে তুলে ধরার কাজ করে যাচ্ছে নবগঠিত চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-সহ চীনের সকল গণমাধ্যম। চীন আন্তর্জাতিক বেতার, চায়না সেন্ট্রাল টেলিভিশন ও চায়না ন্যাশনাল রেডিওর সমন্বয়ে সিএমজি গঠিত। সিএমজি এখন বহির্বিশ্বে চীনের অন্যতম প্রধান কণ্ঠস্বর।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ ফ্রেব্রুয়ারি প্রেসিডেন্ট সি চিন পিং চীনের ৩টি কেন্দ্রীয় তথ্যমাধ্যম পরিদর্শন করেন এবং সিপিসি'র তথ্যমাধ্যমের ফোরামে উপস্থিত থাকেন। ফোরামে তিনি বলেন, তথ্যমাধ্যমগুলো চীনের সঙ্গে অন্যান্য দেশকে সংযুক্ত করার দায়িত্ব পালন করে এবং বহির্বিশ্বের সঙ্গে চীনের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। তাই চীনের সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর উচিত আন্তর্জাতিক সম্প্রচারের সক্ষমতা বাড়ানো। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040