আসন্ন চীন-মার্কিন সংলাপ ফলপ্রসূ হবে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশাবাদ
  2019-02-20 10:37:39  cri

ফেব্রুয়ারি ২০: ওয়াশিংটনে অনুষ্ঠেয় আসন্ন চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সংলাপ ফলপ্রসূ হবে এবং দু'পক্ষ উভয়ের জন্য কল্যাণকর একটি ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ আশাবাদ প্রকাশ করেন।

মুখপাত্র বলেন, দু'দেশের শীর্ষনেতারা আর্জেন্টিনায় যে গুরুত্বপূর্ণ যৌথসিদ্ধান্ত নিয়েছিলেন, তা বাস্তবায়ন দু'দেশের জন্য কল্যাণকর হবে। আন্তর্জাতিক সমাজও এমনটি প্রত্যাশা করে।

উল্লেখ্য, চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হ্য-এর নেতৃত্বে আগামী ২১ থেকে ২২ ফেব্রুয়ারি চীনের প্রতিনিধিদল ওয়াশিংটনে চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সপ্তম সংলাপে অংশগ্রহণ করবে।

(স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040