ভারত ও পাকিস্তান সংযম প্রদর্শন করবে: বেইজিংয়ের আশাবাদ
  2019-02-20 10:22:35  cri
ফেব্রুয়ারি ২০: ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে সাম্প্রতিক হামলার পর পাক-ভারত সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হলেও, প্রতিবেশী দেশদুটো সংযম প্রদর্শন করে যাবে বলে বেইজিং আশা করে। চীনা মুখপাত্র কেং শুয়াং গতকাল (মঙ্গলবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্র। দু'দেশের সম্পর্ক স্বাভাবিক থাকা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। দু'দেশের উচিত যৌথভাবে পরিস্থিতি মোকাবিলা করা।

উল্লেখ্য, সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে হামলার ঘটনার সঙ্গে পাকিস্তান জড়িত বলে দাবি করেছে নয়াদিল্লি। কিন্তু পাকিস্তান এ অভিযোগ নাকচ করে দিয়েছে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040