'কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকা' চীন ও বিশ্বের নতুন চালিকাশক্তি: সিআরআই'র ভাষ্যকার
  2019-02-19 19:12:58  cri
ফেব্রুয়ারি ১৯: 'কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকার উন্নয়ন পরিকল্পনা' গতকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে চীনের কর্তৃপক্ষ। এই পরিকল্পনা বিশ্বকে স্পষ্টভাবে বলেছে যে, ভবিষ্যতে এই অঞ্চলকে প্রথম শ্রেণির আন্তর্জাতিক উপসাগর এলাকা হিসেবে গড়ে তোলা হবে এবং নতুন নতুন নগরসমূহও নির্মাণ করা হবে।

২০১৭ সালের জুলাই মাসে হংকং চীনের কোলে ফিরে আসার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটি হলো চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি, কুয়াং তুং, হংকং ও ম্যকাও'র যৌথ উদ্যোগে 'কুয়াং তুং, হংকং ও ম্যকাও'র সহযোগিতা গভীর করা এবং এই অঞ্চলের বৃহত্তর উপসাগর এলাকা গড়ে তোলার কাঠামোগত চুক্তি' স্বাক্ষর করা। এটা হচ্ছে এই অঞ্চলের বৃহত্তর উপসাগর এলাকা নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরুর প্রতীক।

এই বৃহত্তর উপসাগর এলাকার মোট আয়তন ৫৬ হাজার বর্গকিলোমিটার। ২০১৭ সালের শেষ দিকে এর লোকসংখ্যা ছিলো ৭ কোটি। এর আয়তন শুধু চীনা মোট আয়তনের ০.৬ শতাংশ এবং লোকসংখ্যা মাত্র গোটা দেশের ৫ শতাংশ। কিন্তু অর্থনৈতিক অবদানের হার সারা দেশের জিডিপি'র ১২ শতাংশ বেশি। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040