বেইজিংয়ে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2019-02-19 19:08:58  cri
ফেব্রুয়ারি ১৯: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (মঙ্গলবার) বেইজিংয়ে সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেন।

ওয়াং ই বলেন, চীন-ইরান কয়েক হাজারেরও বেশি বছরের সভ‍্যতাসম্পন্ন ঐতিহ্যবাহী দেশ। দু'দেশের সহযোগিতা দু'দেশের সম্পর্কের উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগাবে।

জারিফ বলেন, চীন ও ইরানের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় তেহরান। 'এক অঞ্চল, এক পথ' প্রক্রিয়াকে সমর্থনও করে ইরান। মধ্য-প্রাচ্য ইস্যু, সিরিয়া, ইরাকের পুনর্গঠন এবং আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াসহ বিভিন্ন সমস্যায় চীন আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ইরান আশা প্রকাশ করে। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040