ইউএই'র যুবরাজ ও ভাইসপ্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার বৈঠক
  2019-02-19 18:53:54  cri
সংযুক্ত আরব আমিরাত সফরের দ্বিতীয় দিনে সোমবার রাজকীয় প্রাসাদে দেশটির যুবরাজ প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে বিনিয়োগ ও শ্রমবাজার ছাড়াও রোহিঙ্গা সমস্যার সমাধানসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান প্রিন্স। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব শহীদুল হক জানান, রোহিঙ্গা সমস্যার সমাধানে সংযুক্ত আরব আমিরাতের সহায়তা চান প্রধানমন্ত্রী। যুবরাজ রোহিঙ্গা ইস্যুতে সহায়তার আশ্বাস দেন এবং শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব জানান, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রশিদ আল মাকতুম। সফর শেষে বুধবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040