পিয়নি ফুল ফুটেছে
  2019-02-19 14:53:22  cri

ইয়ু খ্য উই, তার আসল নাম ইয়ু ইং সিয়া। ১৯৮৩ সালের ২৩ অক্টোবর চীনের সিছুয়ান প্রদেশের ছেং তু শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূলভূভাগের পপসঙ্গীত মহলের বিখ্যাত একজন গায়িকা।

ছোটবেলা থেকেই গানে ইয়ু খ্য উই'র প্রতিভার পরিচয় মেলে। তবে তার এই সহজাত প্রতিভা তার বাবা মা থেকে নয়, বরং তার দু'জন ফুফুর কাছ থেকে এসেছে। তার দুই ফুফু খুব ভালো গায়িকা। যদিও ইয়ু খ্য উই'র বাবা সুন্দরভাবে গান গাইতে পারেন না, তবে তিনি সবসময় ইয়ু খ্য উইকে পপসঙ্গীত শোনান।

যখন ইয়ু খ্য উই'র বয়স ৮ বছর, তখন তার বাবা উপলব্ধি করেন যে, ইয়ু খ্য উই সঙ্গীত ক্ষেত্রে খুব প্রতিভাবান। ইয়ু খ্য উই ছোটবেলার কথা স্মরণ করার সময় বলেন, তার বাবা তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। 

১৯৯৭ সালে ইয়ু খ্য উই জীবনের প্রথম সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন। ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে, ইয়ু খ্য উই বেইজিং টেলিভিশনের এক সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পান। একই বছরের এপ্রিল মাসে, তিনি আবার এই অনুষ্ঠানের চূড়ান্ত প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার জিতে নেন। 

২০০২ সালের ডিসেম্বর মাসে, যখন ইয়ু খ্য উই ছেংতুংতে চীনের ইলেকট্রোনি সায়েন্স ও টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তখন তিনি স্কুলের সঙ্গীত প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কার পান। এরপর তিনি ছেংতুং শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গীত প্রতিযোগিতার তৃতীয় পুরস্কার এবং চীনের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কারও পান। 

২০০৫ সালে ইয়ু খ্য উই প্রথমবারের মত চীনের হুনান প্রদেশের হুননান টেলিভিশনের সঙ্গীত ও কন্ঠশিল্পীর প্রতিযোগিতা অনুষ্ঠান 'সুপার গোল'-এ যোগ দেন, তবে প্রথম অংশগ্রহণে ভালো ফলাফল অর্জন করতে পারেন না।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040