শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূতের কলম্বো বন্দর প্রকল্প পরিদর্শন
  2019-02-19 14:43:27  cri
ফেব্রুয়ারি ১৯: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে ও দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছেং শুয়েই ইউয়ান গত রোববার কলম্বো বন্দর প্রকল্প পরিদর্শন করেন। তাঁরা প্রকল্পের প্রক্রিয়া ও পরিকল্পনার খোঁজখবর নেন এবং সমন্বয় নিয়ে গভীর আলোচনা করেন।

বিক্রমাসিংহে বলেন, শ্রীলঙ্কা সরকার কলম্বো বন্দর প্রকল্পে বিশেষ গুরুত্ব দেয়। তিনি চীনের সঙ্গে ভালোভাবে পরিকল্পনা করে, বাণিজ্যিক পরিবেশ উন্নত করে, এবং সংশ্লিষ্ট আইন সুসম্পন্ন করে কলম্বো বন্দরকে ভারত মহাসাগরের আর্থিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশা করেন।

শ্রীলঙ্কা সরকার যত দ্রুত সম্ভব বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করে বিনিয়োগ আকর্ষণের জন্য সকল বাধা দূর করবে বলেও তিনি উল্লেখ করেন।

ছেং শুয়েই ইউয়ান বলেন, কলম্বো বন্দর হচ্ছে চীন-শ্রীলঙ্কা বন্ধুত্বপূর্ণ সহযোগিতার গুরুত্বপূর্ণ প্রকল্প। এতে উচ্চ পর্যায়ের গুরুত্ব দেয় চীন। চীনা দূতাবাসও সার্বিকভাবে প্রকল্পের প্রতিষ্ঠাকে সমর্থন করবে বলে জানান তিনি। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040