ট্রাম্পের 'দেয়াল নির্মাণ'-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ
  2019-02-19 14:42:57  cri
ফেব্রুয়ারি ১৯: যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য আরো বেশি অর্থ সংগ্রহে দেশের দক্ষিণ সীমান্তে 'জরুরি অবস্থা' ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার বিরুদ্ধে গতকাল (সোমবার) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করে লোকজন।

এদিন সকালে শতাধিক প্রতিবাদী হোয়াইট হাউসের উত্তর পাশের চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। 'দেয়াল নির্মাণ'-এর বিরোধিতা করার পাশাপাশি ট্রাম্প সরকারের অভিবাসন নীতিরও তীব্র নিন্দা জানানো হয়। হোয়াইট হাউস ছাড়া, এদিন নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেসসহ অনেক শহরে লক্ষাধিক লোক বিক্ষোভে অংশ নেয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য আরো বেশি অর্থ সংগ্রহে ১৫ ফেব্রুয়ারি দেশের দক্ষিণ সীমান্তে 'জরুরি অবস্থা' জারির ঘোষণা দেন ট্রাম্প। এই ঘোষণায় ডেমোক্র্যাটিক পার্টি ও বিভিন্ন রাজ্যে প্রতিবাদের ঝড় ওঠে। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040