পরামর্শের জন্য ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো পাকিস্তান
  2019-02-19 11:31:55  cri
ফেব্রুয়ারি ১৯: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে, নয়াদিল্লিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে পাকিস্তান। গতকাল (সোমবার) স্থানীয় সময় সকালে ইসলামাবাদের উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফাইসাল এক টুইটার-বার্তায় এ তথ্য জানান।

এদিকে, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নাম-প্রকাশে-অনিচ্ছুক কর্মকর্তা জানান, দেশে ফিরে-আসা রাষ্ট্রদূতের সঙ্গে আন্তর্জাতিক অর্থপাচারবিরোধী ও সন্ত্রাসদমন আর্থিক কর্মদলের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। ইতোমধ্যেই ভারত এই কর্মদলের কাছে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে একটি আত্মঘাতী হামলায় ৪৪ জন ভারতীয় আধাসামরিক পুলিশসদস্য নিহত ও কয়েক ডজন আহত হয়। এ হামলার সঙ্গে পাকিস্তান জড়িত বলে অভিযোগ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে নয়াদিল্লিতে ডেকে পাঠায়। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040