বৈশ্বিক অর্থনীতিতে চীনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: টেলিগ্রাফে প্রকাশিত প্রবন্ধে চীনা রাষ্ট্রদূত
  2019-02-19 10:48:37  cri

ফেব্রুয়ারি ১৯: যুক্তরাজ্যে চীনা রাষ্ট্রদূত লিউ শিয়াও মিং বলেছেন, চীনের অর্থনীতি এখনও যথেষ্ট শক্তিশালী এবং এর উন্নয়নের সম্ভাবনাও বিশাল। বৈশ্বিক অর্থনীতিতে চীনের ভূমিকা তাই খুবই গুরুত্বপূর্ণ। তিনি গতকাল (সোমবার) 'দ্য ডেইলি টেলিগ্রাফ'-এ প্রকাশিত প্রবন্ধে এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত প্রবন্ধে আরও লেখেন, বিশ্বে বাণিজ্যে সংরক্ষণবাদ ও একতরফাবাদের মতো নেতিবাচক প্রবণতা মাথা চাড়া দিয়ে উঠেছে এবং বিশ্ব অর্থনীতিকে অনেক অনিশ্চয়তার সম্মুখীন হতে হচ্ছে। তবে কঠিন অবস্থায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা বেশি গুরুত্বপূর্ণ। বিশ্ব অর্থনীতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার চীনা সিদ্ধান্ত কখনও বদলাবে না। চীন নিজের উন্নয়নের প্রতি নজর দেওয়ার পাশাপাশি, বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040