বেইজিংয়ে জাপানের সিনেট প্রতিনিধিদল
  2019-02-19 10:14:14  cri

ফেব্রুয়ারি ১৯: চীন সফরে এসেছে জাপানের সিনেটের একটি প্রতিনিধিদল। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান সু গতকাল (সোমবার) বেইজিংয়ে গণমহাভবনে দলটির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে লি চান সু বলেন, চীন ও জাপান পরস্পরের সুপ্রতিবেশী। দু'দেশের শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা শুধু দু'দেশের জনগণের জন্য কল্যাণকর তা নয়, বরং তা স্থানীয় ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, গত এক বছরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তিন বার বৈঠক করেছেন এবং বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন। এই প্রেক্ষাপটে দু'দেশের উচিত, পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করা এবং অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ করা।

এসময় জাপানের সিনেট প্রতিনিধিদলের প্রধান সাতোশি নিনোইয়ু বলেন, তাঁর দেশের পার্লামেন্ট চীনের জাতীয় গণকংগ্রেসের সঙ্গে বিনিময় জোরদার করতে, পারস্পরিক বোঝাপড়া বাড়াতে, এবং দু'দেশের মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইচ্ছুক। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040