চীনের মিয়াও জাতি
  2019-02-20 10:36:19  cri

হান, চুয়াং, মান, হুই জাতির পর চীনে পঞ্চম বৃহত্তম জাতি মিয়াও জাতি। এ জাতির লোকসংখ্যা প্রায় ৯০ লাখ। পঞ্চম জাতীয় আদম শুমারি অনুযায়ী, চীনের কুইচৌ প্রদেশে সবচেয়ে বেশি মিয়াও জাতির মানুষ বাস করে, যাদের সংখ্যা ৪৩ লাখ। তারপর হুনান, ইউননান, ছুং ছিং, কুয়াং সি, হ্যপেই, সিছুয়ান, কুয়াং তুং ও হাই নান প্রদেশেও মিয়াও জাতির মানুষ বাস করে। মিয়াও জাতির ৯৮ শতাংশ মানুষ এ ৮টি প্রদেশ ও কেন্দ্রশাসিত মহানগরে বসবাস করে।

মিয়াও জাতির মানুষ মূলত দূরবর্তী পাহাড়ি অঞ্চলের বাসিন্দা। মিয়াও জাতির ভাষা সিয়াং সি, ছিয়ান তুং ও ছুয়ান ছিয়ান তিয়ান—এই তিন ধরনের। এ তিনটি আঞ্চলিক ভাষায় রয়েছে ১৮টি বিভিন্ন শাখা ভাষা, প্রতিটি ভাষার মধ্যে কোন না কোন পাথ্যক্য আছে এবং ৬০ শতাংশ মিল আছে।

মিয়াও জাতির লিখিত ভাষা ছিল। পরে হারিয়ে গেছে। বিংশ শতাব্দীর শুরুতে মিয়াও জাতির সংস্কৃতি উন্নয়নের জন্য লিখিত অক্ষর সৃষ্টি করা হয় এবং বিদেশি মিশনারিরা প্রচারণার জন্য অক্ষর সৃষ্টি করেন। তবে এ সব মিয়াও জাতির মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেনি। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর সরকারের উদ্যোগে ভাষাবিদরা গবেষণা করার পর তিনটি মিয়াও আঞ্চলিক ভাষার ল্যাটিন ফিনইং (Latin Pinyin) তৈরি করেন এবং মিয়াও জাতি মানুষের মধ্যে তা বেশ জনপ্রিয়তা পায়।

মিয়াও জাতির প্রধান শিল্প কৃষি। মিয়াও জাতির কৃষি উত্পাদনপদ্ধতি দুটি। একটি হল পাহাড়ে জুম পদ্ধতিতে চাষ এবং অন্য একটি হল পাহাড়ের মধ্যে ছোট ছোট ভ্যালিতে ধান চাষ করা। বিশেষ করে, সীমিত জমিতে বেশি ফসল উত্পাদনের জন্য অনেক আগে মিয়াও জাতির মানুষ ধানক্ষেত্রে মাছ চাষ শুরু করে। একদিকে মাছ চাষ করলে তাদের আয় বৃদ্ধি হয় এবং পাশাপাশি ধানের উত্পাদন পরিমাণ ও গুণগত মানও ভাল হয়।

মিয়াও জাতির ঐতিহ্যিক পোশাক নানা ধরনের। মিয়াও জাতির নারীদের পোশাক অন্তত ১৩০ ধরনের হয়। পোশাকের রঙ, প্যাটার্ন ইত্যাদির ক্ষেত্রে প্রতিটি মিয়াও জাতিঅধ্যুষিত এলাকায় নিজ নিজ রীতি আছে। তবে সবাই রূপালী গয়না পছন্দ করে।

মিয়াও জাতির খাবারও বিভিন্ন জায়গায় বিভিন্ন। যেমন, দক্ষিণ-পূর্ব কুই চৌ, পশ্চিম হুনান, হাই নান ও কুয়াং সি প্রদেশে বাসকারী মিয়াও জাতির মানুষ বেশি চাল খায় এবং উত্তর-পশ্চিম কুই চৌ, দক্ষিণ সিছুয়ান, উত্তর-পূর্ব ইউনান অঞ্চলের মিয়াও জাতির মানুষ ভূট্টা ও আলু বেশি খায়।

মিয়াও জাতির মানুষের অনেক দিবস ও উত্সব আছে। '৪‌‌৮ দিবস' সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ। চান্দ্রপঞ্জিকা অনুয়ায়ী চতুর্থ মাসের অষ্টম দিন '৪‌‌৮ দিবস'। পূর্বপুরুষদের স্মরণে এ উত্সব পালন করে মিয়াও জাতির মানুষ। 'থিয়াও হুয়া দিবস' অন্য একটি গুরুত্বপূর্ণ দিবস। ছেলে-মেয়েরা এ দিবসে পরস্পরের সঙ্গে পরিচিত হতে এবং একে অপরকে প্রেম নিবেদন করতে পারে।

মিয়াও জাতির মৌখিক সাহিত্য খুব উন্নত এবং সংখ্যাও বেশি। এ সাহিত্য যেমন বেশিষ্ট্যপূর্ণ তেমনি বিশুদ্ধ। কিংবদন্তী, লোককাহিনী, গান, কাল্পনিক কবিতা এবং প্রবাদ ইত্যাদি মিয়াও জাতির মৌখিক সাহিত্যকে সমৃদ্ধ করেছে।

মিয়াও জাতির মানুষ ধর্ম বিশ্বাস করে। তবে, স্থানভেদে এই বিশ্বাসেও পার্থক্য আছে। এ জাতির বেশির ভাগ প্রাচীন ধর্মে বিশ্বাস করে। বাকিদের অনেকে তাওবাদ ও বৌদ্ধ ধর্মের অনুসারী। আবার একটা অংশ ক্যাথলিক ধর্ম বিশ্বাস করে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040