কেবল সহযোগিতা ও সংলাপের মাধ্যমেই বিশ্বের আরও নিরাপত্তা সম্ভব: সিআরআই'র ভাষ্যকার
  2019-02-18 18:39:28  cri
ফেব্রুয়ারি ১৮: তিনদিনব্যাপী ৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন গতকাল (রোববার) জার্মানির মিউনিখে শেষ হয়েছে। সম্মেলনে বহুপক্ষবাদ রক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা ত্বরান্বিতকরণে চীন, জার্মানি ও রাশিয়াসহ সংশ্লিষ্ট দেশের প্রস্তাব অংশগ্রহণকারীদের ব্যাপক সমর্থন পেয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং চীনা বিদেশ-বিষয়ক কার্যালয়ের পরিচালক ইয়াং চিয়ে ছি এবারের সম্মেলনে অংশ নেন। তিনি বলেন, বহুপক্ষবাদের কথা মেনে চলা হচ্ছে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর যৌথ বাছাই। বাস্তবতা থেকে বোঝা যায় যে, আন্তর্জাতিক সহযোগিতা হচ্ছে যুগান্তকারী বাছাই, মানবজাতির অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কমিউনিটি গড়ে তোলা হচ্ছে এক অনিবার্য ধারা।

এ সম্পর্কে চারটি প্রস্তাব তুলে ধরেন ইয়াং চিয়ে ছি। এক, পরস্পরকে সম্মান করা। দুই, একই নৌকায় নদী পার হওয়া। তিন, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ সৃষ্টি করা। চার, সংস্কার ও নব্যতাপ্রবর্তন করার মাধ্যমে বৈশ্বিক ব্যবস্থাপনাকে এগিয়ে নেয়া। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040