'সমুদ্রের দেবীকে স্বাগতম'
  2019-02-18 10:34:20  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের হংকংয়ের একজন কণ্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তার নাম ছেন সিয়াও ছুন। তার আগের নাম ছিলো ছেন সিয়াও চেন। তিনি ১৯৬৭ সালের ৮ জুলাই কুয়াংদং প্রদেশের হুইচৌ শহরের হুইইয়াং জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে ১৩ বছর বয়সী ছেন সিয়াও ছুন স্কুল ছেড়ে বাবার সঙ্গে হংকংয়ে যান। তিনি বাবার সঙ্গে বিভিন্ন কাজ করতেন। ১৯৮৩ সালে তিনি হংকংয়ের টেলিভিশন ব্রডকাস্টিং লিমিটেডের নৃত্যবিষয়ক কোর্সে ভর্তি হন। প্রথমে শোনাবো তিনি আর অন্য কয়েকজন কন্ঠশিল্পীর যৌথ কণ্ঠে 'একটি স্বর্গ তৈরি করা' নামের গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন সিয়াও ছুন'র কন্ঠে 'একটি স্বর্গ তৈরি করা' নামের গান। ১৯৯৪ সালে তিনি একটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং একই বছর হংকং চলচ্চিত্র প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার লাভ করেন। এরপর তিনি অনেক চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় করেন এবং অনেক পুরস্কার লাভ করেন। ১৯৯৯ সালে তিনি নিজের দু'টি গানের জন্য হংকংয়ের এক সংগীত প্রতিযোগিতার সবচেয়ে জনপ্রিয় গায়কের পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে তিনি হুইচৌ শহরের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হন। এখন শোনাবো তাঁর কন্ঠে '১২৩, থামো' নামের গান। তিনি অন্য কয়েকজন কন্ঠশিল্পীর সঙ্গে যৌথকণ্ঠে গানটি গেয়েছেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন সিয়াও ছুন'র কন্ঠে '১২৩, থামো' নামের গান। এখন আমি তার কণ্ঠে 'একচেটিয়া স্মৃতি' নামের গান শোনাবো। গানটির কথা এমন: 'ভুলে গেছি, আমাদের বিচ্ছিন্ন হওয়ার পর কখন থেকে আমি একা বৃষ্টি দেখতে পছন্দ করি। কোনো যোগাযোগ নেই, আমার আনন্দিত হওয়ার শক্তিও নেই। ঝড়ের বিশ্ব একটি দুর্যোগে আক্রান্ত সিনেমার মতো। এখন আমার অনেক দুঃখ। দুঃখিত, কেউ টাইম মেশিন নয়। আশা করি, তুমি হবে আমার একচেটিয়া স্মৃতি, আমার হৃদয়ে লুকিয়ে থাকবে। আমি জানি, তুমি আমাকে কতো আনন্দ দিয়েছিলে। আমি তোমাকে পছন্দ করি, তুমি হলে আমার একচেটিয়া স্মৃতি। কেউ আমার কাছ থেকে তোমার স্মৃতি মুছে ফেলতে পারবে না। আমার শরীরে তোমার অনুভূতির কথা আমি কখনো বলব না। এর কোনো সময়সীমা নেই...'।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ছেন সিয়াও ছুন'র কন্ঠে 'একচেটিয়া স্মৃতি' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'দুষ্টুমি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত' নামের গান। গানটি হলো চীনের টেনসেন্ট কোম্পানির একটি অনলাইন গেমের থিম সং। গানটি গত ১ সেপ্টেম্বর প্রকাশিত হয়। গানটিতে বলা হয়েছে: বায়ুতে যুদ্ধের গন্ধ ভাসে। বাতাসে আগাছা দুর্দান্তভাবে দুলছে। পৃথিবীতে আমার নাম জনপ্রিয়। কিন্তু দিনের পরও দিন আছে। জানতে চাই, কার দক্ষতা বেশি। বর্তমান জীবনকে মূল্যবান মনে করি, উত্তরাধিকারসুত্রে প্রাপ্ত দুষ্টুমি। পুরুষের চোখ, সেনার বোধ। এ উচ্চতায় আমি ও তুমি বাকি। বীরের মতো। আমি তোমার চেয়ে আরো শক্তিশালী হতে চাই। আমি রাত থেকে ভোর পর্যন্ত লড়াই করার প্রতিশ্রুতি দিই। স্বাভাবিকভাবে আজীবন কাটিয়ে উদাস হবো, এমনটা আমি চাই না!

আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

বন্ধুরা, শুনছিলেন ছেন সিয়াও ছুন'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে বাই আন'র কন্ঠে 'কিভাবে আমার তোমার সঙ্গে দেখা হয়' নামের গান শোনাবো। তিনি ১৯৯১ সালের ২৭ সেপ্টেম্বরে চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। ১৩ বছর বয়স থেকে সংগীত রচনায় আগ্রহী হয়ে ওঠেন। ১৬ বছর বয়সের সময় তিনি ইন্টারনেটে অনেক সংগীত প্রকাশ করেন। ২০০৮ সাল থেকে তিনি সংগীত উত্সবে কন্ঠ দিতে থাকেন। ২০১২ সালের ২১ ডিসেম্বরে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। 'কিভাবে আমার তোমার সঙ্গে দেখা হয়' নামের গান তাঁর প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন বাই আন'র কন্ঠে একটি গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী বাই বিং বিংয়ের কন্ঠে 'সমুদ্রের দেবীকে স্বাগতম' নামের গান শোনাবো। তিনি ১৯৫৫ সালের ১৭ মে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম বাই ইউয়ে এ্য। তিনি একজন কন্ঠশিল্পী, টিভি অনুষ্ঠানের হোস্ট ও অভিনেত্রী। তিনি জাপানে সংগীত ও নাচ শিখেছেন। তিনি টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেন এবং অনেক টিভি অনুষ্ঠানে হোস্টের কাজ করেন। এখন আমরা তাঁর কন্ঠে 'সমুদ্রের দেবীকে স্বাগতম' নামের গান শুনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040