চীনের সঙ্গে দু'দেশের শীর্ষনেতাদের মতৈক্য বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইয়াং চিয়ে ছি
  2019-02-17 18:35:23  cri
ফেব্রুয়ারি ১৭: চীনের সঙ্গে দু'দেশের শীর্ষনেতাদের পৌঁছানো মতৈক্য বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় চীন।

সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা বিদেশবিষয়ক কর্ম-কমিশনের পরিচালক ইয়াং চিয়ে ছি গতকাল (শনিবার) জার্মানিতে ৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মূল ভাষণ দেওয়ার পর চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

ইয়াং চিয়ে ছি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমন্বিত অর্জন, সহযোগিতা ও স্থিতিশীলতা ভিত্তিক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে একমত হন। প্রেসিডেন্ট ট্রাম্প সহযোগিতামূলক ও গঠনমূলক যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক উন্নত করাকে তার অগ্রাধিকার কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। দু'দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেছে।

ইয়াং চিয়ে ছি আরও বলেন, চীন-যুক্তরাষ্ট্র অর্থ-বাণিজ্য সংঘাত সমাধানের জন্য চীন সহযোগিতার মাধ্যমে তা সমাধান করতে চায়। তবে সহযোগিতার শর্ত থাকে। সম্প্রতি দু'দেশের অর্থ-বাণিজ্য দল ঘন ঘন সংলাপ চালিয়েছে এবং ব্যাপক অগ্রগতিও অর্জন করেছে। দু'দলের যৌথ প্রচেষ্টায় চীন-যুক্তরাষ্ট্র অর্থ-বাণিজ্যের যৌথ উপকারিতা অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া ইয়াং চিয়ে ছি বলেন, চীন মানবাধিকারের ওপর গুরুত্বারোপ করে। চীনের বিভিন্ন জাতির লোকজন ঐক্যবদ্ধ হয়ে পরিশ্রম করছে এবং তাদের জীবন-যাত্রার মানও অব্যাহত উন্নত হচ্ছে, যা সবই দেখতে পায়। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040