ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়ন করবে ফ্রান্স
  2019-02-17 15:38:06  cri
ফেব্রুয়ারি ১৭: আন্তর্জাতিক কনভেনশন মেনে ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা করার শর্তে ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়ন করবে ফ্রান্স। যদি তেহরান নিজের দায়িত্ব পালন করে তাহলে প্যারিস অব্যাহতভাবে দেশটির পরমাণু চুক্তি সমর্থন করবে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ খবর প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সদস্যরা সার্বিক ও ভারসাম্যপূর্ণ মনোভাব নিয়ে ইরানের সঙ্গে আচরণ করবে। দেশটির সঙ্গে বৈধ বাণিজ্য করার জন্য ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইরান বিশেষ বাণিজ্যিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, যা ইইউ’র আইন ও জাতিসংঘের সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ। (তুহিনা/টুটুল)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040