৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভাষণ দিলেন সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য
  2019-02-17 15:04:22  cri
ফেব্রুয়ারি ১৭: সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা বিদেশবিষয়ক কর্ম-কমিশনের পরিচালক ইয়াং চিয়ে ছি গতকাল (শনিবার) জার্মানিতে ৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে 'আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেয়া, বহুপক্ষবাদ রক্ষা এবং মানব জাতির অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কমিউনিটি প্রতিষ্ঠা' শিরোনামে মূল ভাষণ দিয়েছেন।

ভাষণে ইয়াং চিয়ে ছি বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির বিশাল পরিবর্তন হচ্ছে। এতে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বহুপক্ষবাদ হলো শান্তি রক্ষা এবং উন্নয়ন অগ্রসর করার কার্যকর উপায়। বিশ্বের জন্য বহুপক্ষবাদ খুব প্রয়োজন। চীন ও বিশ্ব জনগণের পক্ষ থেকে সি চিন পিং পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সমতাসম্পন্ন ও সহযোগিতামূলক নতুন আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং টেকসই শান্তি, মোটামুটি নিরাপদ, অভিন্ন সমৃদ্ধি, উন্মুক্ত ও সহনশীল এবং সবুজ ও সুন্দর বিশ্ব গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করেছেন।

ইয়াং চিয়ে ছি বলেন, চীন আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়ন, বহুপক্ষবাদ রক্ষা এবং আন্তর্জাতিক শৃঙ্খলার আরও উপযোগী উন্নয়ন সাধনে প্রতিজ্ঞ। সব দেশের উচিত পরস্পরের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা, মোটামুটি নিরাপত্তা রক্ষার জন্য যৌথ প্রচেষ্টা চালানো, সহযোগিতার মাধ্যমে সমন্বিত অর্জন ও বিশ্বের যৌথ সমৃদ্ধি অর্জন করা, সংস্কার ও নব্যাতাপ্রবর্তনের মাধ্যমে বিশ্ব প্রশাসন সুবিন্যাস্ত করা।

ইয়াং চিয়ে ছি আরও বলেন, চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। সিপিসি'র নেতৃত্বে দেশের সামাজিক ব্যবস্থা এবং নতুন যুগের সঙ্গে সংগতিপূর্ণ পথে এগিয়ে যাচ্ছে চীন।

উল্লেখ্য, এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রতিপাদ্য হলো 'আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বহুপক্ষবাদ রক্ষা'। শতাধিক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রীয় পর্যায়ের কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা এতে যোগ দিয়েছেন। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040