মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তিতে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি চীনের আহ্বান
  2019-02-17 14:45:06  cri
ফেব্রুয়ারি ১৭: যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তিতে ফিরে আসতে আহ্বান জানায় চীন। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং চীনা বিদেশবিষয়ক কর্ম-কমিশনের পরিচালক ইয়াং চিয়ে ছি গতকাল (শনিবার) মিউনিখে ৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভাষণ দেওয়ার পর সংবাদদাতার প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

ইয়াং চিয়ে ছি বলেন, চীন বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষায় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রের একতরফাভাবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা বিশ্বে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক সমাজ এ বিষয়ের ওপর নজর রাখছে। চীন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে চুক্তিটিতে ফিরে আসার আহ্বান জানায়।এ চুক্তি বহুপক্ষবাদে পরিণত হওয়ার বিরোধিতা করে বেইজিং। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040