মিউনিখে ইয়াং চিয়ে ছি'র সঙ্গে লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2019-02-16 17:10:35  cri
ফেব্রুয়ারি ১৬: সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা বিদেশবিষয়ক কর্ম-কমিশনের পরিচালক ইয়াং চিয়ে ছি গতকাল (শুক্রবার) জার্মানির মিউনিখে লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জঁ আসেরবনের সঙ্গে বৈঠক করেন। ৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে তাঁরা সম্প্রতি মিউনিখ পৌঁছান।

বৈঠকে ইয়াং চিয়ে ছি বলেন, চীন ও লুক্সেমবার্গের সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছেছে। দু'দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ বাড়ছে এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা ও বাণিজ্যিক যোগাযোগ জোরদার হচ্ছে। চীন লুক্সেমবার্গের সঙ্গে সহযোগিতা গভীরতর করে অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে আগ্রহী। এর জন্য দু'পক্ষের উচিত পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করা, দু'দেশের নেতাদের যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা, এবং ঐতিহ্যগত ও উচ্চ প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা।

ইয়াং চিয়ে ছি বলেন, 'এক অঞ্চল এক পথ' উদ্যোগ বাস্তবায়নে লুক্সেমবার্গের অবদানের প্রশংসা করে তাঁর দেশ। চীন আশা করে, বহুপক্ষবাদের ভিত্তিতে, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দু'দেশের সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার হবে।

ইয়াং চিয়ে ছি আরও বলেন, বিশ্বের অর্থনীতিকে আরও উন্মুক্ত, সহনশীল, ভারসাম্যপূর্ণ করার জন্য, চীন-ইউরোপ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করা জরুরি। চীন দৃঢ়ভাবে ইউরোপের একত্রীকরণকে সমর্থন করে যাবে। ভবিষ্যতে ইউরোপের সঙ্গে চীনের পারস্পরিক বিনিয়োগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের মধ্যে অর্থ, বিনিয়োগ, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। পারস্পরিক সম্মানের ভিত্তিতে, বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040