চীন সফরে এলেন জেনিভায় নিযুক্ত ৮টি দেশের প্রতিনিধিরা
  2019-02-16 16:33:33  cri
ফেব্রুয়ারি ১৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে জেনিভায় নিযুক্ত পাকিস্তান, ভেনেজুয়েলা, কিউবা, মিশর, ক্যাম্বোডিয়া, রাশিয়া, সেনেগাল ও বেলারুশের প্রতিনিধিরা এক সফরে গতকাল (শুক্রবার) বেইজিংয়ে পৌঁছান। তাঁরা ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের সিন চিয়াং উইগুর জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শন করবেন।

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান চিয়াং চিয়েন কুও এবং দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী লে ইউ ছেং বেইজিংয়ে বিদেশি প্রতিনিধিদের স্বাগত জানান।

সাক্ষাতে চিয়াং চিয়েন কুও বলেন, বিংশ শতাব্দীর নব্বইয়ের দশক থেকে বিচ্ছিন্নতাবাদী, ধর্মীয় চরমপন্থী, সহিংসবাদী—এই তিনটি শক্তি সিন চিয়াংয়ে হাজার হাজার সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে এবং এতে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিন চিয়াং এ সমস্যা মোকাবিলায়, আন্তর্জাতিক সমাজের অভিজ্ঞতার আলোকে এবং এতদঞ্চলের বাস্তবতা অনুসারে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এসব পদক্ষেপের মধ্যে আছে সন্ত্রাসদমন ও সন্ত্রাসপ্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা। সেই থেকে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজের বিপথগামী সদস্যদের সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে। আর এর জন্য গড়ে তোলা হয়েছে বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র। এ উদ্যোগ সাফল্যের মুখও দেখেছে। সিন চিয়াংয়ে গত ২৫ মাস ধরে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি। এতে জনগণও উপকৃত হয়েছে।

সাক্ষাতে লে ইউ ছেং বলেন, বর্তমান আন্তর্জাতিক সমাজে অস্থিতিশীল, অনিশ্চিত ও অনিরাপদ উপাদান বেড়ে গেছে। এ অবস্থায় সকল পক্ষের উচিত বহুপক্ষীয় ব্যবস্থার আলোকে এবং শান্তি, উন্নয়ন, ন্যায্যতা ও সহযোগিতার ভিত্তিতে মানবাধিকার রক্ষা করা।

সাক্ষাতে প্রতিনিধিদলের সদস্যরা চীনের বৈশিষ্ট্যসম্পন্ন উন্নয়নের পথ, চিন্তাধারা ও সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তাঁরা সমতার ভিত্তিতে মানবাধিকারের ওপর গুরুত্ব দেওয়া, সংলাপ ও সহযোগিতা জোরদার করা, এবং মানবাধিকার ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিরোধিতা করার ওপর গুরুত্বারোপ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040