বাণিজ্যে পাকিস্তানের এমএফএন সুবিধা বাতিল করা হবে: ভারতের অর্থমন্ত্রী
  2019-02-16 15:48:39  cri
ফেব্রুয়ারি ১৬: ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি গতকাল (শুক্রবার) বলেছেন, তাঁর দেশ পাকিস্তানকে দেওয়া 'সর্বাধিক বাণিজ্যিক সুবিধাপ্রাপ্ত দেশ' বা এমএফএন সুবিধা বাতিল করবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের আওতায় পাকিস্তান এ সুবিধা ভোগ করে থাকে।

জেটলি বলেন, আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে একঘরে করতে সম্ভাব্য সবকিছু করবে ভারত। কারণ, ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার সঙ্গে ইসলাবাদ জড়িত বলে প্রমাণ আছে। তিনি জানান, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে গত বৃহস্পতিবার একটি আত্মঘাতী বোমা-হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর অন্তত ৪০ জন নিহত হয়; আহত হয় আরও অনেকে। পাকিস্তানভিত্তিক জেইএম হামলার দায় স্বীকার করে।

(তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040