আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে চীন-মার্কিন সপ্তম দফা বাণিজ্য-সংলাপ
  2019-02-16 15:30:41  cri
ফেব্রুয়ারি ১৬: আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে চীন-মার্কিন উচ্চ পর্যায়ের সপ্তম দফা বাণিজ্য-সংলাপ। এর আগে গতকাল (শুক্রবার) বেইজিংয়ে ষষ্ঠ দফার সংলাপ শেষ হয়।

বেইজিং-সংলাপে দু'পক্ষের প্রতিনিধিরা আর্জেন্টিনায় সি-ট্রাম্প বৈঠকে গৃহীত যৌথ-সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। আলোচনায় দু'পক্ষ একাধিক মূল বিষয়ে নীতিগতভাবে মতৈক্যেও পৌঁছায়। তা ছাড়া, দু'পক্ষ দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক ইস্যুসংক্রান্ত সম্ভাব্য সমঝোতাস্মারক নিয়েও আলোচনা করে।

উল্লেখ্য, ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী এবং চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংলাপের চীন পক্ষের প্রধান লিউ হ্য এবং মার্কিন বাণিজ্যপ্রতিনিধি রবার্ট লাইটহাইজার ও অর্থমন্ত্রী স্টিভেন মুচিন বেইজিংয়ে সংলাপে অংশগ্রহণ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040