বেইজিংয়ে চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সংলাপ শেষ
  2019-02-16 15:06:08  cri

ফেব্রুয়ারি ১৬: চীন-মার্কিন উচ্চ পর্যায়ের আর্থ-বাণিজ্যিক ষষ্ঠ দফার সংলাপ গতকাল (শুক্রবার) বেইজিংয়ে শেষ হয়। পরে মার্কিন বাণিজ্য-প্রতিনিধি রবার্ট লাইটহাইজার ও অর্থমন্ত্রী স্টিভেন মুচিন চীনের প্রেসিডেন্ট চি চিন পিং সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা উভয় দেশের জন্যই কল্যাণকর এবং সংঘাত উভয় দেশের জন্যই ক্ষতিকর। দু'দেশের জন্য পারস্পরিক সহযোগিতাই শ্রেয়।

সি চিন পিং আশা করেন, দু'দেশের বাণিজ্য-প্রতিনিধিরা আলাপ-আলোচনার মাধ্যমে চীন-মার্কিন যোগাযোগ জোরদার করবে, নিজেদের মধ্যে মতভেদ কমিয়ে আনবে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য-সংঘাত তীব্রতর হওয়ার এবং দু'দেশের মধ্যে কয়েক দফা আলোচনার পর এই প্রথম প্রেসিডেন্ট সি মার্কিন বাণিজ্য-প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন। বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে প্রমাণিত হয় যে, এবারের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে এবং দু'দেশের নেতৃবৃন্দ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।

উল্লেখ্য, গত তিন মাস ধরে দু'দেশের নেতৃবৃন্দের নির্দেশনায় চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য-প্রতিনিধিরা একাধিকবার সংলাপে মিলিত হন। এবারের বেইজিং সংলাপ চলাকালে দু'পক্ষ প্রযুক্তির হস্তান্তর, মেধাস্বত্বের সংরক্ষণ, সেবা শিল্প, কৃষি এবং বাণিজ্যের ভারসাম্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে পরবর্তী সংলাপ অনুষ্ঠিত হবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040