সি চিন পিংয়ের 'প্রশাসনে সিপিসি'র নেতৃত্ব জোরদার করা উচিত' শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হচ্ছে
  2019-02-15 16:42:17  cri
ফেব্রুয়ারি ১৫: চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের লেখা 'প্রশাসনে সিপিসি'র নেতৃত্ব জোরদার করা উচিত' শীর্ষক গুরুত্বপূর্ণ প্রবন্ধটি আগামীকাল (শনিবার) 'ছ্যিউশি' ম্যাগাজিনে প্রকাশিত হবে।

প্রবন্ধে বলা হয়েছে, মহান প্রকল্প বাস্তবায়ন, মহান শর্ত পূরণ, মহান স্বপ্ন বাস্তবায়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সিপিসি'র নেতৃত্ব জোরদার করা হবে। সকলের উচিত দৃঢ়ভাবে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক আইনি পথে অবিচল থাকা এবং আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া।

প্রবন্ধে আরও বলা হয়েছে, বর্তমানে চীন 'দু'টি শত বছরের' লক্ষ্য বাস্তবায়নের ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে এগুচ্ছে। চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র টিকিয়ে রাখা ও উন্নয়নের জন্য আইনের শাসন প্রয়োজন। সকলের উচিত সার্বিকভাবে সিপিসি'র দেশ পরিচালনার আইনি ব্যবস্থা ও নিয়ম আরও উন্নত করা এবং সিপিসি'র নেতৃত্বের গুণগত মান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040