চাঁদে চীনের ছাংএ্য-৪ চন্দ্রযানের অবতরণস্থলের নাম 'থিয়ান হ্য' রাখা হলো
  2019-02-15 16:07:30  cri

ফেব্রুয়ারি ১৫: চীনের বিজ্ঞান একাডেমি ও আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কমিশন আজ (শুক্রবার) বেইজিংয়ে চীনের ছাংএ্য-৪ চন্দ্রযানের অবতরণস্থলের নাম প্রকাশ করেছে। স্থানটির নাম রাখা হয়েছে 'থিয়ান হ্য'।

আর স্থানটির আশপাশে তিনটি বিশেষ স্থানের নাম রাখা হয়েছে 'চিনুই', 'হ্যখু' ও 'থিয়েচিন'। এ নিয়ে চাঁদের ১২টি স্থানকে চীনের বৈশিষ্ট্যময় নামে নামকরণ করা হলো।

উল্লেখ্য, প্রাচীনকালে চীনারা মিল্কিওয়ে বা আকাশগঙ্গাকে 'থিয়ান হ্য' নামে ডাকতো। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040