'সিনচিয়াংয়ে প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হয়েছে চরমপন্থি চিন্তাভাবনা থেকে মানুষকে বাঁচাতে'
  2019-02-15 15:33:45  cri

ফেব্রুয়ারি ১৫: চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষি যন্ত্রপাতি পরিচালনা ব্যুরোর উপ-প্রধান গুরিনার উবুলি সম্প্রতি এক প্রবন্ধে লিখেছে, গত দু'বছর ধরে সিনচিয়াং সন্ত্রাসবাদের কবল থেকে নিজেকে বাঁচানোর উপায় খুঁজছে এবং প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে। এর উদ্দেশ্য হলো, বিভিন্ন জাতির লোকজনকে ধর্মীয় চরমপন্থা থেকে বাঁচানো এবং শান্তি ও নিরাপদ জীবন কাটানোর সুযোগ করে দেওয়া।

প্রবন্ধে তিনি লিখেছেন, "চীনের সংস্কার ও উন্মুক্তকরণের কল্যাণে আমি এ পর্যায়ে এসেছি। এর আগে আমি সিনচিয়াং-এর দক্ষিণাঞ্চলে ৩০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকের কাজ করেছি। আমি সবসময় নিজের মাতৃভূমিতে বিভিন্ন জাতির মধ্যে বিনিময়ের সেতু হিসেবে কাজ করেছি। তবে গত শতাব্দীর নব্বইয়ের দশক থেকে ধর্মীয় চরমপন্থা মাথা চাড়া দিয়ে ওঠে। এই চরমপন্থা উইগুর সংস্কৃতির সুষ্ঠু উন্নয়ন-প্রক্রিয়াকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে। চরমপন্থিদের কেউ কেউ নিজের দেশের জন্য ক্ষতিকর কাজেও লিপ্ত হয়।"

প্রবন্ধে তিনি আরও লিখেছেন, সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াংয়ের মানুষের জীবনমান উন্নত হয়েছে, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে—এটা কেউ অস্বীকার করতে পারবে না। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040