বাস্তুতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে চীনের অভিশংসক সংস্থার আইনানুগ ব্যবস্থা জোরদার
  2019-02-15 15:05:01  cri
ফেব্রুয়ারি ১৫: দূষণ প্রতিরোধক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা বর্তমানে চীনের সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এ কার্যক্রম পরিচালনার জন্য আইনানুগ ব্যবস্থা জোরদার করা চীনের অভিশংসক সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব। গতকাল (বৃহস্পতিবার) চীনের সর্বোচ্চ অভিশংসক সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা বেইজিংয়ে বলেন, চীনের জাতীয় আইন তত্ত্বাবধানকারী সংস্থা হিসেবে অভিশংসক সংস্থা বাস্তুতান্ত্রিক পরিবেশ রক্ষাকে অগ্রাধিকারে রেখেছে, যা বাস্তুতান্ত্রিক সভ্যতা নির্মাণের জন্য আইনানুগ নিশ্চয়তা প্রদান করেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চীনের অভিশংসক সংস্থা ১৫ হাজার পরিবেশ লঙ্ঘনকারী-অপরাধীকে গ্রেপ্তার করে এবং এতে ৪২ হাজার লোককে অভিযুক্ত করে। গতকাল (বৃহস্পতিবার) এক সাংবাদিক সম্মেলনে সর্বোচ্চ অভিশংসক সংস্থার উপ-মহাপরিচালক চাং স্যু ছিয়াও বলেন, বাস্তুতান্ত্রিক পরিবেশ রক্ষার উত্তপ্ত বিষয় এবং আইনানুগ ব্যবস্থা জোরদার করা সাম্প্রতিক বছরগুলোতে চীনের অভিশংসক সংস্থার কার্যক্রমের বৈচিত্র্যতা। তিনি বলেন, ' বায়ু, পানি ও ভূমি দূষণ ও গ্রামাঞ্চলে পরিবেশ রক্ষাসহ নানা ক্ষেত্রে অপরাধের ওপর তত্ত্বাবধান জোরদার করা এবং আইনানুগ ব্যবস্থার মাধ্যমে দূষণ নির্মূল সংক্রান্ত অভিযান পরিচালনা করতে হবে, যাতে বাস্তুতান্ত্রিক সভ্যতা গঠনে আইনানুগ নিশ্চয়তা প্রদান করা যায়। দূষণ প্রতিরোধক কার্যক্রমে এ পর্যন্ত সহস্রাধিক কর্মকর্তা অভিযুক্ত হয়েছে। এ দিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শিথিল হওয়ায় সিপিসি ও চীনের কেন্দ্রীয় সরকার আগের মতো এ ক্ষেত্রে প্রতিজ্ঞা ও শক্তি বজায় রাখবে কি না, তা নিয়ে বহির্বিশ্ব সন্দেহ করছে। এ প্রসঙ্গে চীনের বাস্তুতান্ত্রিক পরিবেশ মন্ত্রণালয়ের আইন ও মানদণ্ড বিভাগের মহাপরিচালক বিয়ে থাও বলেন, 'সাধারণ সম্পাদক সি চিন পিং এভাবে বলেছেন যে, দূষণ প্রতিরোধক কার্যক্রমে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। বাস্তুতান্ত্রিক পরিবেশ অব্যাহত উন্নত হলেও আমাদের উচিত সাফল্য সুসংবদ্ধ করা এবং আগের পথে ফিরে না যাওয়া। কয়েক বছরের মধ্যে কয়েক ডজন বছরের বাস্তুতান্ত্রিক পরিবেশ সমস্যা সমাধান করা সম্ভব হবে না। তবে এ কাজে প্রতিজ্ঞ থাকতে হবে। বর্তমান অর্থনীতির পরিস্থিতিতে পরিবেশ রক্ষা জোরদার করতে হবে। গত জানুয়ারি চীনের সর্বোচ্চ অভিশংসক সংস্থা সংস্কার সম্পর্কে তথ্য প্রকাশ করে। সংস্কারের ফলে অভিশংসকের অষ্টম কক্ষ গণকল্যাণ সম্পর্কিত অভিযোগ-বিষয়ে দায়িত্ব পালন করছে। এ অভিযোগের মধ্যে রয়েছে বাস্তুতান্ত্রিক পরিবেশ লঙ্ঘন এবং সম্পদ লঙ্ঘন সংক্রান্ত মামলা। গণকল্যাণ সম্পর্কিত অভিযোগের বৈচিত্র্যতা ও কার্যকারিতা সহজে জনসাধারণের স্বীকৃতি পায়। এ সম্পর্কে চাং স্যু ছিয়াও বলেন, ২০১৮ সালের গ্রীষ্মকালে চীনের সর্বোচ্চ অভিশংসক সংস্থা ও ইউরোপীয় পরিবেশ রক্ষা সমিতি যৌথভাবে এক আলোচনাসভা আয়োজন করে। এ সভায় জাতিসংঘের উপ-মহাসচিব ও পরিবেশ পরিচালনা দপ্তরের নির্বাহী কর্মকর্তা এরিক সলহেইম চীনের গণকল্যাণ সম্পর্কিত অভিযোগ ব্যবস্থার প্রশংসা করেন। তিনি বলেন, চীনের অভিশংসকরা গণকল্যাণে অভিযোগ জানাতে পারেন, এমন কি সরকারি বিভাগকে অভিযুক্ত করতে পারে, এ ব্যবস্থা খুব চমত্কার। এ ব্যবস্থার কারণে চীনের আইনী ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইনী ব্যবস্থার অন্যতম হিসেবে আখ্যায়িত করা যায়। (রুবি/টুটুল)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040