যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প
  2019-02-15 14:37:42  cri

ফেব্রুয়ারি ১৫: সীমান্ত অঞ্চলের 'জাতীয় নিরাপত্তা ও মানবিক সংঘর্ষ' থামানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল (বৃহস্পতিবার) হোয়াইট হাউসের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মার্কিন কংগ্রেসের স্পিকার, ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ন্যান্সি পেলোসি এর জবাবে বলেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের অবস্থা এখনো জরুরি বলা যায় না। এ বিবৃতির বিপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানান, ডেমোক্র্যাটিক পার্টির আইনগত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য হোয়াইট হাউস প্রস্তুত। কিন্তু জরুরি অবস্থার ঘোষণা কবে দেওয়া হবে তিনি জানান নি।

একই দিন সরকারি অর্থ বরাদ্দ সংক্রান্ত প্রস্তাব কংগ্রেসে গৃহীত হয়। এ প্রস্তাব অনুমোদন দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ প্রস্তাব অনুযায়ী, সরকার চার ভাগের এক ভাগ ফেডারেল সরকার বিভাগের জন্য বিশেষ অর্থ বরাদ্দ দেবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যদি প্রস্তাব সময় মত স্বাক্ষরিত হয় তাহলে এসব সরকারি সংস্থা আর্থিক কারণে আর কাজ বন্ধ করবে না।

জাতীয় জরুরি অবস্থা ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য সরকারি বরাদ্দ দিতে পারবেন।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040