রাশিয়া-তুরস্ক ও ইরানের যৌথ বিবৃতিতে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার বিষয় জোরদার
  2019-02-15 14:32:10  cri

ফেব্রুয়ারি ১৫: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ান এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সোচিতে প্রকাশিত যৌথ বিবৃতিতে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার বিষয় জোরদার করেন।

তিন দেশের শীর্ষনেতা একই দিন সিরিয়া পরিস্থিতি এবং সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের বিষয় নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, তিন দেশ দৃঢ়ভাবে সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, একীকরণ এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সিদ্ধান্ত ও নিয়ম মেনে চলবে।

বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাস দমনের অজুহাতে সিরিয়ায় নতুন পরিস্থিতি সৃষ্টি করার যে কোন প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। সিরিয়ার সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা এবং প্রতিবেশী দেশের নিরাপত্তা ক্ষতি করার যে কোন বিচ্ছিন্নতাবাদ গ্রহণযোগ্য নয়। মার্কিন বাহিনী যদি সত্যি সিরিয়া থেকে প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে তা সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য সহায়ক হবে।

যৌথ বিবৃতিতে আইএস'সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নির্মূল করার জন্য তিন দেশের সহযোগিতার কথা আবার জোর দিয়ে বলা হয়।

বিবৃতিতে সিরিয়ার বিভিন্ন পক্ষের মধ্যে যুদ্ধবন্দীদের বিনিময়ের বিষয়কে স্বাগত জানানো হয়। স্থানীয় মানুষের জীবনযাপন তাড়াতাড়ি স্বাভাবিক হওয়ার জন্য তারা অব্যাহতভাবে মানবিক সহায়তা দেবে বলেও বিবৃতিতে বলা হয়।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040