সকল পক্ষ ন্যায়সংগত বাজারনীতি মেনে চলবে: চীনের আশাবাদ
  2019-02-14 18:44:32  cri
ফেব্রুয়ারি ১৪: চীন আশা করে, বিভিন্ন পক্ষ সত্যিকার অর্থেই ন্যায়সংগত ও স্বাধীন বাজারনীতি মেনে চলবে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক সহযোগিতার জন্য সুষ্ঠু বাজার-পরিবেশ সৃষ্টি করবে, এবং সংশ্লিষ্ট শিল্পের সুষ্ঠু উন্নয়ন-প্রক্রিয়া জোরদার করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

হুয়া ছুন ইং বলেন, সাইবার নিরাপত্তার ওপর বিশ্বের প্রায় সকল দেশ গুরুতারোপ করছে। সকলের উচিত এই ক্ষেত্রে পারস্পরিক আস্থা জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতাকে রাজনীতিকরণ না-করা।

উল্লেখ্য, সম্প্রতি ব্রিটেনের গোয়েন্দা সংস্থার সরকারি যোগাযোগ সদর দফতরের সাবেক প্রধান রবার্ট হানিগান 'ফাইনাশিয়াল টাইমসে' প্রকাশিত এক প্রবন্ধে বলেছেন, হুয়াওয়েই কোম্পানির মাধ্যমে চীন সরকার ইন্টারনেটে অপতত্পরতা চালাচ্ছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাশ্চাত্য দেশগুলোর উচিত নয় একটি নতুন ধরনের বিজ্ঞানভিত্তিক দেশের পণ্য ও সেবাকে মেনে নিতে অস্বীকার করা। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040