'ল্যাটিন আমেরিকায় ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে আগ্রহী নয় চীন'
  2019-02-14 17:02:03  cri
ফেব্রুয়ারি ১৪: চীন ল্যাটিন আমেরিকায় অন্য কোনো দেশের সঙ্গে কোনো ধরনের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে মোটেই আগ্রহী নয়। এ ব্যাপারে মার্কিন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এ মন্তব্য করেন।

তিনি বলেন, এল সালভেদরসহ এতদঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে চীনের বিদ্যমান সহযোগিতার সম্পর্ক সকল পক্ষের জন্যই কল্যাণকর। এই সহযোগিতার মাধ্যমে চীন সেখানে ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চায় না।

উল্লেখ্য, গত বুধবার এল সালভেদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে ও মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক সহকারী জন বোল্টনের মধ্যে ফোনালাপ হয়। এসময় বোল্টন বলেন, দু'দেশ দ্বিপক্ষীয় মৈত্রী জোরদার করবে এবং পশ্চিম গোলার্ধে চীনের 'প্রভাব বিস্তারের প্রচেষ্টা'র বিরোধিতা করবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040