২০১৮ সালে চীনের চিয়াংসু প্রদেশের জিডিপি বেড়েছে ৬.৭ শতাংশ
  2019-02-14 15:36:07  cri

ফেব্রুয়ারি ১৪: ২০১৮ সালে চীনের চিয়াংসু প্রদেশের জিডিপি'র পরিমাণ ছিল ৯.২৬ ট্রিলিয়ান ইউয়ান, যা ২০১৭ সালের চেয়ে ৬.৭ শতাংশ বেশি।

প্রদেশের উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-পরিচালক ছি বিয়াও বলেন, প্রেসিডেন্ট সি'র নির্দেশনায় চিয়াংসুতে ওয়েবসাইট, ক্লাউড কম্পিউটিং ও বিগ ডেটা শিল্পে সমন্বয়সাধনের কাজ হয়েছে। প্রদেশটি ১৫,০০০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে ৬ শতাধিক শিল্প-প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার জন্য।

তিনি জানান, ২০১৩ সাল থেকে চিয়াংসু প্রদেশের কৌশলগত নতুন শিল্পের গড় বার্ষিক বৃদ্ধির হার ১০ শতাংশেরও বেশি। উচ্চ ও নতুন প্রযুক্তি শিল্পে উত্পাদনের পরিমাণও অনেক বেড়েছে।

তিনি আরও জানান, চলতি বছর প্রদেশটির উত্তরাঞ্চলে ৬২০টি গ্রামের রূপান্তর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং তিন বছরের মধ্যে ৩ লাখ গ্রামবাসীর জীবনমান উন্নত হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৮ মার্চ চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে আয়োজিত দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের সম্মেলন চলাকালে চিয়াংসু প্রদেশের প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে বলেছিলেন, চীনের অর্থনৈতিক উন্নয়নের মান বাড়াতে শিল্পকাঠামো ঢেলে সাজাতে হবে এবং আধুনিক শিল্প-উন্নয়নের নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। তখন থেকেই, চিয়াংসুতে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে শুরু করে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040