জানুয়ারিতে চীনের আমদানি-রফতানি বেড়েছে ৮.৭ শতাংশ
  2019-02-14 15:28:23  cri
ফেব্রুয়ারি ১৪: জানুয়ারি মাসে চীনের আমদানি-রফতানির মোট পরিমাণ ছিল ২.৭৩ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের জানুয়ারি মাসের চেয়ে ৮.৭ শতাংশ বেশি। আজ (বৃহস্পতিবার) প্রকাশিত চীনা শুল্ক সাধারণ প্রশাসনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুসারে, জানুয়ারিতে চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আমদানি-রফতানি বৃদ্ধির হার ছিল দুই অঙ্কের। আর বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর আমদানি-রফতানি বেড়েছে ২.২ শতাংশ।

পরিসংখ্যান আরও বলছে, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান ও জাপান এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীনের আমদানি-রফতানির পরিমাণ ছিল তুলনামূলকভাবে বেশি। আর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের আমদানি-রফতানির পরিমাণ ছিল ২৫,২১১ কোটি ইউয়ান, যা গত বছরের জানুয়ারির চেয়ে ১.৯ শতাংশ বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ ছিল ৬৩৭১ কোটি ইউয়ান, যা গত বছরের জানুয়ারির চেয়ে ৩৮.৬ শতাংশ কম। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040